অদ্বৈত মল্লবর্মণ
বাংলা সাহিত্যে অদ্বৈত মল্লবর্মণের অমর কীর্তি ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাস। মালোপাড়ার মানুষের প্রতি সমাজের উঁচুতলার মানুষের দৃষ্টিভঙ্গি, মালোদের জীবন সংগ্রাম, আকাঙ্ক্ষা, বেদনার নির্মোহ চিত্রায়ণ ঘটেছে তিতাস একটি নদীর নাম উপন্যাসে। এই উপন্যাসের মাধ্যমে তিনিই প্রথম মালো শ্রেণীর সামগ্রিকতা বাংলা সাহিত্যে তুলে ধরেন।
তিতাস একটি নদীর নাম উপন্যাসটির কয়েকটি অধ্যায় মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হওয়ার পর গ্রন্থটির পুরো পাণ্ডুলিপি হারিয়ে যায়। পরবর্তীতে অদ্বৈত মল্লবর্মণ উপন্যাসটি পুনরায় লিখেন। লেখকের মৃত্যুর কয়েক বছর পর উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। চলচ্চিত্র পরিচালক ঋতি্বক ঘটক ১৯৭৩ খ্রিস্টাব্দে উপন্যাসটি নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেন।
মাত্র ৩৭ বছর বয়সে ১৯৫১ খ্রিস্টাব্দের ১৬ই এপ্রিল যক্ষ্মায় আক্রান্ত হয়ে সাংবাদিক, ঔপন্যাসিক অদ্বৈত মল্লবর্মণ মৃত্যুবরণ করেন।
সমাপ্ত।
Recent Comments / সর্বশেষ মতামত