বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমনে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নিরলস প্রচেষ্ঠা, জনগণের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণের প্রত্যয়ে জাতির পিতা’র জন্মশতবার্ষিকী পালনের ধারাবাহিকতায় বাংলাদেশ বেতার থেকে “বঙ্গবন্ধুর বাংলাদেশ” শিরোনামে একটি প্রমোশনাল মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। আমি অত্যন্ত সৌভাগ্যবান যে, এই সুন্দর কাজের সাথে থাকার সুযোগ আমি পেয়েছি। মূলত, ফেসবুকে বিতরণ করা এই ভিজ্যুয়াল ক্লিপটির এখন পর্যন্ত ভিয়্যুজ এক লক্ষ ৩৩ হাজার।
বঙ্গবন্ধুর বাংলাদেশ
আমি আসবো ফিরে, ফিরে আসবো আবার
বিশ্বব্যাধি এই করোনাকে জয় করে ।।
ঘুরে দাঁড়াবে সোনার বাংলাদেশ
ঘুরে দাঁড়াবে বঙ্গবন্ধুর বাংলাদেশ।
ঘরের বাইরে যখনই যাবো মানব স্বাস্থ্যবিধি
বিশেষ করে সতর্ক হবো শিশু আর বৃদ্ধজনে।।
উন্নয়নের ছবি মেলে –মধ্যম আয়ের দেশ।
ঘুরে দাঁড়াবে সোনার বাংলাদেশ
ঘুরে দাঁড়াবে বঙ্গবন্ধুর বাংলাদেশ।
দেশের আমরা তরুণ সমাজ রইবো উদ্ভাসিত
শপথ নেব সবাই আজ কন্ঠে কন্ঠ মিলে।।
মানবতার আচঁলে -বিশ্বসেরা দেশ।
ঘুরে দাঁড়াবে সোনার বাংলাদেশ
ঘুরে দাঁড়াবে বঙ্গবন্ধুর বাংলাদেশ।
—————————————————-
গানের কথা: মামুন-উর-রশীদ
সুর ও সঙ্গীত: অশোক কুমার পাল
অডিও মাস্টারিং: শেখ আব্দুল সেলিম
কন্ঠশিল্পী:
চম্পা বনিক, রন্টি দাশ, ফেরদৌসী বিউটি, মমতাজ রহমান লাবনী, পুলক অধিকারি, বশিরুজ্জামান সাব্বির, মোঃ রাশেদ উদ্দিন, রিংকু পাল, বাবুল রেজা
অভিনয় শিল্পী:
তানভীন সুইটি, তারিন জাহান, দীপা খন্দকার, নাজনীন হাসান চুমকী, সোহানা সাবা, জিনাত সানু স্বাগতা, মৌসুমী নাগ, ফেরদৌস আহমেদ, আজিজুল হাকিম, মনির খান শিমুল, শতাব্দী ওয়াদুদ, শাহেদ শরীফ খান।
ক্যামেরাম্যান: এম এইচ রাসেল
ভিডিও সম্পাদনা: রুবেল সিদ্দিক
বিশেষ ধন্যবাদ:
জান্নাতুল ফেরদৌস
ডাঃ তাসমিহ আহমেদ হুমা
তাজ চৌধুরী
আরেফিন মাসুদ
যাত্রী
ক্রিয়েটিভ আই
কৃতজ্ঞতা স্বীকার:
প্রধানমন্ত্রীর ফটো/ভিডিও গ্যালারি
(প্রধানমন্ত্রীর কার্যালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার)
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
বাংলাদেশ টেলিভিশন
বাংলাদেশ ফিল্ম আর্কাইভ
ইউটিউব ও গুগল
পৃষ্ঠপোষকতা:
হোসনে আরা তালুকদার, মহাপরিচালক, বাংলাদেশ বেতার
নির্দেশনা:
সালাহউদ্দিন আহমেদ, উপ-মহাপরিচালক (অনুষ্ঠান), বাংলাদেশ বেতার
তত্ত্বাবধান:
মির শাহ আলম, পরিচালক (বাণিজ্যিক কার্যক্রম ও ট্রাফিক সম্প্রচার কার্যক্রম), বাংলাদেশ বেতার
প্রযোজনা:
দেওয়ান মোহাম্মদ আহসান হাবীব, উপপরিচালক, বাংলাদেশ বেতার
জনস্বার্থে: এফএম ৮৮.৮ মেগাহার্জ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম, বাংলাদেশ বেতার।
১লা আগস্ট ২০২০ খ্রিস্টাব্দ।