Skip to content
Menu
Ahsan Habib
  • Home
    • About Ahsan
    • Gallery
    • Extra Corner
  • Ahsan’s Blog
  • Audio Story
  • Video Story
  • Media Laws
  • Contact Ahsan
Ahsan Habib

আমার পরিচয়

Posted on June 11, 2020June 12, 2020
ফয়সাল আহমেদ অনন্ত

“আমার পরিচয়” সৈয়দ শামসুল হকের একটি বিখ্যাত কবিতা। এটি তার “কিশোর কবিতা সমগ্র” থেকে সংকলন করা হয়েছে। কবিতাটিতে তিনি নিজের পরিচয় নির্মাণের মধ্যদিয়ে বাংলা ও বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য তুলে ধরেছেন। কবিতার মধ্যদিয়ে যেমন আবহমান বাংলার সুদীর্ঘ ইতিহাস ফুটে উঠেছে, তেমনি কবি নিজের জীবনদৃষ্টি আমাদের কাছে তুলে ধরেছেন খুবই সহজসরল ভাষায়। কবিতার মর্মার্থ খুবই স্পষ্ট ও গভীর। প্রতি চরণে কবির অসাম্প্রদায়িতক চেতনা প্রবলভাবে প্রকাশ পেয়েছে। হাজার বছরের বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য সম্পর্ক কবিতার আরেকটি বিশেষ বৈশিষ্ট্য। কবিতার গঠনশৈলীর দিক থেকে চরণগত মিল লক্ষ্য করার মতো। আধুনিক কাব্যজগতে বাঙালি জাতিসত্ত্বাকে এভাবে এক সুতোয় গেঁথে দিতে পেরেছে এমন কবির সংখ্যা খুবই কম। চর্যাপদ থেকে স্বাধীন বাংলাদেশের অভ্যূদয় পর্যন্ত ইতিহাসের বাকবদলকারী সব গুরুত্বপূর্ণ ঘটনা ও ব্যক্তিত্ব কবিতায় অসাধারণভাবে ফুটে উঠেছে। তার এই নিপুণ দক্ষতা যে কোনো শ্রোতাকে মুগ্ধ করবে।

“আমার পরিচয়” কবিতাটির আবৃত্তি করেছেন ফয়সাল আহমেদ (অনন্ত)। কবিতাটির শব্দ ধারণ ও শব্দ সম্পাদনা করেছেন মনির হোসেন সবুজ।

মির শাহ আলম-এর তত্ত্বাবধানে কবিতাটির ভিডিও প্রযোজনা করেছেন দেওয়ান মোহাম্মদ আহসান হাবীব।

——————————–

আমার পরিচয়

– সৈয়দ শামসুল হক

আমি জন্মেছি বাংলায়

আমি বাংলায় কথা বলি।

আমি বাংলার আলপথ দিয়ে, হাজার বছর চলি।

চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে।

তেরশত নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে ?

আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে

আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে।

আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে

আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে।

এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধবিহার থেকে

এসেছি বাঙালি জোড়বাংলার মন্দির বেদি থেকে।

এসেছি বাঙালি বরেন্দ্রভূমে সোনা মসজিদ থেকে

এসেছি বাঙালি আউল-বাউল মাটির দেউল থেকে।

আমি তো এসেছি সার্বভৌম বারোভূঁইয়ার থেকে

আমি তো এসেছি ‘কমলার দীঘি’ ‘মহুয়ার পালা’ থেকে।

আমি তো এসেছি তিতুমীর আর হাজী শরীয়ত থেকে

আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে।

এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্যসেনের থেকে

এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে।

এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে

এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে।

আমি যে এসেছি জয়বাংলার বজ্রকণ্ঠ থেকে

আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে।

এসেছি আমার পেছনে হাজার চরণচিহ্ন ফেলে

শুধাও আমাকে ‘এতদূর তুমি কোন প্রেরণায় এলে ?

তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজমন্ত্রটি শোনো নাই-

‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।’

একসাথে আছি, একসাথে বাঁচি, আজো একসাথে থাকবোই

সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবোই।

পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের-

কখনোই ভয় করিনাকো আমি উদ্যত কোনো খড়গের।

শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস;

অস্ত্রেও শান দিয়েছি যেমন শস্য করেছি চাষ;

একই হাসিমুখে বাজায়েছি বাঁশি, গলায় পরেছি ফাঁস;

 আপোষ করিনি কখনোই আমি- এই হ’লো ইতিহাস।

এই ইতিহাস ভুলে যাবো আজ, আমি কি তেমন সন্তান ?

যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান;

তারই ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি-

চোখে নীলাকাশ, বুকে বিশ্বাস পায়ে উর্বর পলি।  


Share on Social Media
facebook twitter linkedin

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

Categories

  • Ahsan's Blog (12)
  • Audio Story (9)
  • Extra Corner (17)
  • Gallery (1)
  • Media laws (42)
  • Video Story (16)

Recent Comments

  • Katharine Loveman on Promoting Integrity and Reducing Corruption in Bangladesh
  • Molly Caddell on Promoting Integrity and Reducing Corruption in Bangladesh
  • Scarlet Redcay on Gramsci’s Theory of Hegemonic functions in the age of citizen journalism and social media
  • AntMiner Frimware on Gramsci’s Theory of Hegemonic functions in the age of citizen journalism and social media
  • France Brumfield on Promoting Integrity and Reducing Corruption in Bangladesh
©2021 Ahsan Habib | WordPress Theme by Superbthemes.com